Khabar Samay Bangla Blog অপরাধ Shop : একই দোকানে বারবার চুরি ! ঘটনাস্থল একটিয়াশাল হাট
অপরাধ ঘটনা

Shop : একই দোকানে বারবার চুরি ! ঘটনাস্থল একটিয়াশাল হাট

শিলিগুড়ি , ৪ অগাষ্ট : একই দোকানে বারবার চুরি । লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে পালালো চোর । চাঞ্চল্য শিলিগুড়ি শহর লাগোয়া ইস্টার্ন বাইপাসের একটিয়াশাল এলাকায়।

কয়েক মাস আগে চোরেরা থাবা বসিয়েছিল ইন্টার্ন বাইপাস লাগোয়া একটিয়াশালের এই দোকানে । মাস খানেক পর আবারও ওই মুদিখানা দোকানেই চুরির ঘটনা । আজ সকালে দোকানের মালিক এসে দোকান খুলতেই দেখেন টিনের চাল ভাঙা এবং দোকানের বেশিরভাগ সামগ্রীই উধাও । আর বাকি সব লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে ।

দোকান মালিক জানিয়েছেন , গতকাল রাত ১১ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। এরপর আজ সকালে দোকান খুলে দেখতে পান ক্যাশ বাক্স ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে । প্রায় অর্ধেকের বেশি জিনিস নেই।

এরপর দোকানের মালিক খবর দেন ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘড় ফাঁড়ির পুলিশকে । পুলিশ এসে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে । দোকানের ভেতরে সিসি ক্যামেরা রয়েছে | কিন্তু তুমুল বৃষ্টিতে বিদ্যুৎ চমকাতে পারে তাই দোকানের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দিয়ে বাড়ি গিয়েছিলেন দোকান মালিক ।

দোকান মালিকের দাবি , প্রায় লক্ষাধিক টাকার মুদিখানার জিনিস নিয়ে চম্পট দিয়েছে চোরের দল । ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর আউটপোস্টের পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version