Khabar Samay Bangla Blog জীবনধারা Camp : কলেজ পড়ুয়াদের নিয়ে যোগ প্রশিক্ষণ শিবির
জীবনধারা

Camp : কলেজ পড়ুয়াদের নিয়ে যোগ প্রশিক্ষণ শিবির

ময়না গুড়ি , ৪ অগাষ্ট : শিলিগুড়ি মহাবিদ‍্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্দ‍্যোগে দশ দিনের জন্য শুরু হল যোগ প্রশিক্ষণ শিবির ।যোগ গুরু ক্ষমা ভট্টাচার্যের বিশেষ তত্ত্বাবধানে কলেজ পড়ুয়াদের ভিড় লক্ষ্য করা যায়।

প্রথমদিনের এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন শিলিগুড়ি কলেজ অধ্যক্ষ ডঃ সুজিত কুমার ঘোষ , ডঃ ঝিনুক দাসগুপ্ত সহ অন‍্যান‍্য অতিথিরা ।

এই যোগ প্রশিক্ষণের প্রধান উপদেষ্টা ডঃ বিদ‍্যাবতী আগরওয়াল এক বক্তব্যে জানান ছাত্র ছাত্রীদের মধ্যে যোগার গুরুত্ব পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ের থেকে আদেশ আসে । সেই অনুযায়ী যোগা নিয়ে ১০ দিনের এক বিশেষ শিবির বাঘাযতীন এ্যাথালেটিক ক্লাব কক্ষে শুরু হল । এখানে সকল বিদ‍্যার্থীদের শংসাপত্র দেওয়া হবে এবং এখান থেকে ছাত্র ছাত্রীরা বিশেষ সুবিধা পাবে যা আগামীতে তাদের অনেক কাজে লাগবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version