শিলিগুড়ি , ২ মে : সারা সপ্তাহ কাজ করে ১২০০ টাকা পেয়েছিলেন , রাতে সেই টাকা স্ত্রীয়ের হাতে তুলে দিয়েছিলেন স্বামী।
রাতেই সেই টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা । সারাদিন পর রাতে শান্তির ঘুম দিয়েছিলেন আর এই সুযোগকেই কাজে লাগিয়ে বাড়ি ফাঁকা করে দিল চোরের দল ।
দিনভর হাড়ভাঙ্গা খাটুনির পর নিজের ঘরে একটু স্বস্তিতে ঘুমাতেও পারেন না ফুলবাড়ীর মানুষজন ।
গভীর রাতে জানলার রড ভেঙ্গে ঘরে ঢুকে টাকা পয়সা, কিছু স্বর্ণালঙ্কার সহ মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় চোরের দল ।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্বধনতলা এলাকায় । এই ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়েন দিন আনা দিন খাওয়া স্বামী স্ত্রী |