Khabar Samay Bangla Blog অপরাধ Murder : জ্যোতির্ময় কলোনি হত্যা মামলায় অভিযুক্তকে আদালতে পেশ
অপরাধ

Murder : জ্যোতির্ময় কলোনি হত্যা মামলায় অভিযুক্তকে আদালতে পেশ

শিলিগুড়ি , ২ মে : জ্যোতির্ময় কলোনি হত্যা মামলায় অভিযুক্ত নিমাই সরকারকে আদালতে পেশ করা হয় | অভিযুক্ত পুলিশের হাতে তুলে দিল খুনে ব্যবহৃত অস্ত্র |

গত ২৮ ফেব্রুয়ারি জ্যোতির্ময় কলোনিতে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা শিলিগুড়ি শহরে । এই ঘটনার প্রতিবাদে ৩২ নম্বর ওয়ার্ডের বহু মানুষ বিক্ষোভে সামিল ও হন । মিছিল , গণ সাক্ষরের মাধ্যমে অভিযুক্তদের শাস্তির দাবি তোলেন তারা ।

এদিকে মূল অভিযুক্ত নিমাই সরকার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করে । তবে ২৪ এপ্রিল কলকাতা হাইকোর্ট জামিনের আবেদন খারিজ করে দেয় অভিযুক্ত নিমাই সরকারের । এরপর আর কোনো উপায় না পেয়ে নিমাই সরকার নিজে জলপাইগুড়ি আদালতে আত্মসমর্পণ করে । এনজেপি থানার পুলিশ ২৮ এপ্রিল তাকে রিমান্ডে নেয় ।

গতকাল , তদন্তের স্বার্থে পুলিশ নিমাই সরকারকে নিয়ে যায় জ্যোতির্ময় কলোনিতে । যেখানে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল । সেখানে নিমাই সরকার পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় এবং যে ধারালো অস্ত্র ব্যবহার করে খুন করা হয়েছিল , তা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় ।

শুক্রবার নিমাই সরকারকে ফের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version