Khabar Samay Bangla Blog অপরাধ Theft : সাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার
অপরাধ

Theft : সাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ৯ এপ্রিল : সাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তার | জনতার হাতে ধরা পড়ল এক সাইকেল চোর।
উত্তম মধ্যম দেওয়ার পর তাকে তুলে দেওয়া হল পুলিশের হাতে ।
বিধান নগর বাজারে বুধবার সকালে ওই যুবক একটি সাইকেল চুরি করছিল বলেই অভিযোগ । তখন স্থানীয় দোকানিরা তাকে দেখে ফেলে । যুবককে বাগে পেতেই শুরু হয় উত্তম মধ্যম। ‌ গুরুতর জখম হয় সে ।

এরপর খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার বিধাননগর ইনভেস্টিগেশন সেন্টারে । খবর পেয়ে ছুটে আসে পুলিশ । পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে । এরপর ওই যুবককে নিয়ে যাওয়া হয় বিধান নগর স্বাস্থ্যকেন্দ্রে । ‌ প্রাথমিক চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয় ইনভেস্টিগেশন সেন্টারে । ধৃত ওই ব্যক্তির নাম মহম্মদ তাহির । ‌

ধৃত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা বলেই জানা গিয়েছে । এর আগেও এই ব্যক্তি বিধান নগর বাজার থেকে একাধিক সাইকেল চুরি করেছে বলে অভিযোগ। ধৃতকে বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করে বিধাননগর ইনভেস্টিকেশান সেন্টারের পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version