শিলিগুড়ি , ১০ এপ্রিল : ভারত বাংলাদেশ সীমান্তে টহলদারি দেওয়ার সময় গভীর রাতে বাজ পড়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের ।
শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ভারত বাংলাদেশ সীমান্তের ১৮ নম্বর ব্যাটলিয়নের জওয়ান ছিলেন তিনি । ফাঁসিদেওয়া বিওপি বিএসএফ জওয়ান দীপক কুমার (৪২), ডিউটি করছিলেন সীমান্তের সূর্যাপুর গ্রামের ২৩ নম্বর গেটে । রাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পড়ছিল । সে সময় বিকট শব্দে বাজ পড়ে।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে বাকি বিএসএফ জওয়ানরা । তাকে সেখান থেকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ।