জলপাইগুড়ি , ১০ এপ্রিল : গাছ পড়ে মেডিক্যাল কলেজে যাওয়ার রাস্তা বন্ধ ।
জলপাইগুড়ি হাসপাতালে সামনে রাস্তার উপর গাছ পড়ে বিপত্তি। দীর্ঘক্ষণ ধরে যান চলাচল বন্ধ । চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা । খবর পেয়ে ঘটনাস্থলে সিভিল ডিফেন্স কুইক রেসপন্স টিম ( QRT) ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ।
চলছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি , লাগাতার বৃষ্টির জেরে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সংলগ্ন রাস্তার উপর বিশাল আকৃতির গাছ পড়ে বিপত্তি । রাস্তা বন্ধ জলপাইগুড়ি মেডিকেল কলেজে হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় । চরম দুর্ভাগে পড়েন হাসপাতালে আসা রোগীর আত্মীয় পরিজন থেকে নিত্যযাত্রীরা ।
ভেঙ্গে তছনছ ইলেকট্রিক পোল , লোহার রেলিং । সিভিল ডিফেন্স পৌঁছালেও বিদ্যুৎ দপ্তরের লোক না পৌঁছালে দেরি হয় রাস্তা পরিষ্কারের কাজে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ । গাছ কেটে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে |