শিলিগুড়ি , ১৯ ডিসেম্বর : ই-রিকশা চালকের ব্যাগ নিয়ে চম্পট দিল মোমো বিক্রেতা | তবে অবশেষে পুলিশের জালে | ঘটনাটি ভক্তিনগর থানা এলাকার |
ভক্তিনগর থানার অন্তর্গত হায়দার পাড়া এলাকা থেকে পার্স চুরি করে পালায় মোমো বিক্রেতা । গত ১৫ ডিসেম্বর একজন ই-রিকশা চালক হায়দার পাড়ার একটি মুদি দোকানে জিনিসপত্র কিনতে গিয়েছিলেন । সেই সময় একজন মোমো বিক্রেতাও উপস্থিত ছিলেন সেখানে | ই-রিকশা চালক ভুলবশত তার মানিব্যাগটি দোকানে ফেলে যান।
কিছুক্ষণ পর সে দোকানে ফিরে এসে দোকানদারের কাছে ব্যাগটির কথা জিজ্ঞেস করলে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায় ওই মোমো বিক্রেতা ব্যাগটি নিয়ে গেছে | ১৮ ডিসেম্বর ভক্তিনগর থানায় ই-রিকশা চালক একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে ৫২ বছর বয়সী মোমো বিক্রেতা পিন্টু দামকে শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে তাকে আটক করে ।
জিজ্ঞাসাবাদের সময় পুলিশের সন্দেহ হয় এবং তাকে গ্রেপ্তার করা হয় পরে । পুলিশের মতে, পিন্টু দাম পার্স চুরির কথা স্বীকার করেছে । শুক্রবার ভক্তিনগর পুলিশ অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করে ।
চুরি যাওয়া পার্সে থাকা নথি এবং নগদ টাকা উদ্ধারের জন্য পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে ।