December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Demand : পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না , অভিযোগে বিক্ষোভ

শিলিগুড়ি , ২২ নভেম্বর : পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না | এখনও অভিযুক্তরা অধরা | খুনের কিনারা করতে পারছে না রাজ্য সরকার | এই অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হলেন রাজা হোলি এলাকায় খুন হওয়া পরিবারের সদস্যরা |

নিউ জলপাইগুড়ি থানা এলাকার রাজা হোলিতে নভেম্বর মাসের ১ তারিখে একটি খুনের ঘটনা ঘটে । অভিযোগ ওঠে স্থানীয় দুষ্কৃতীদের চাহিদা মত অর্থ দিতে না পারায় ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা ।
তবে পুলিশের তদন্তে উঠে আসে জুয়া খেলা নিয়ে বিবাদ আর তার জেরেই খুন হন মহম্মদ জহুরী । এই ঘটনায় দশ জনের নামে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করে মহম্মদ জহুরীর পরিবার । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ প্রথমে একজন পরে দু’জনকে গ্রেপ্তার করে ।

অভিযোগ এই ঘটনায় যুক্ত আরও অনেকেই গা ঢাকা দিয়ে রয়েছে । তাদের গ্রেপ্তার নিয়ে তেমন কোন আগ্রহ দেখাচ্ছে না নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । আর এই কারণেই শুক্রবার নিউ জলপাইগুড়ি থানার সামনে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করল মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *