December 4, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Investigation : বিয়ের জন্য জমানো লক্ষাধিক টাকা নিয়ে পালাল চোরের দল

শিলিগুড়ি , ৩০ নভেম্বর : শিলিগুড়ি পুরসভার সূর্যসেন কলোনি মোড় বাজার এলাকার বাসিন্দা দুই যুবতী বোন তাদের নিজের বিয়ের জন্য একজন রেস্টুরেন্টে ও আরেকজন দোকানে কাজ করে অনেক কষ্টে প্রায় দেড় লক্ষ টাকা ও কিছু সোনার অলংকার জমিয়ে রেখেছিলেন।


বুধবার রাতে বাড়ি ফাঁকা রেখে মামার বাড়িতে বেড়াতে গেলে সেই সুযোগে তাদের বাড়িতে হানা দেয় চোর । নগদ দেড় লক্ষ টাকা সহ কিছু সোনার অলংকার নিয়ে চম্পট দেয় দুস্কৃতির দল ।বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরতেই দেখেন বাড়ির মূল দরজার তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে । ভিতরে ঢুকতেই চক্ষু চরক গাছ । ঘরের সমস্ত জিনিস এলোমেলোভাবে পড়ে রয়েছে । আলমারি এবং শোকেজের দরজা খোলা। যা দেখে রীতিমত কান্নায় ভেঙ্গে পড়েন দুই বোন। তারা বলেন আমরা নিজেদের বিয়ের জন্য কাজ করে বহু কষ্টে টাকা এবং স্বর্ণালংকার জমিয়ে ছিলাম। সেই টাকা এভাবে চুরি হয়ে যাবে তা কখনো কল্পনাও করতে পারেনি। ঘটনাটি লিখিতভাবে জানানো হয়েছে নিউ জলপাইগুড়ি থানায়। তদন্ত করছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *