September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

CRIME : বাড়ির মালিকের অবর্তমানে চুরি

শিলিগুড়ি , ১২ মে : খড়িবাড়ির দুধগেটের বাসিন্দা অসিত সিং বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে তার বাড়ি থেকে চুরি গেল সোনার গহনা ও নগদ টাকা । বৃহস্পতিবার রাতে খড়িবাড়ি ব্লকের পানিটাঙ্কির দুধগেট সংলগ্ন এলাকায় বিয়েবাড়ির নিমন্ত্রণ খেতে যান অসিত সিং এবং তার পরিবার। নিমন্ত্রণ বাড়ি থেকে এসে তারা দেখতে পান বাড়ির দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে | পাশাপাশি ঘরের জিনিসপত্র ওলটপালট অবস্থায় রয়েছে ।

ঘরের ভেতর জিনিস পত্র খুঁজতেই মাথায় হাত বাড়ির মালিকের । তিনি জানান বাড়ির পাশেই এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন | এসে দেখেন চুরি হয়েছে বাড়িতে । নগদ ২০ হাজার টাকা ও বেশ কিছু সোনার গহনা চুরি হয়েছে । ঘটনার জেরে আতঙ্কে রয়েছে স্থানীয়রা । অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিটাঙ্কি ফাঁড়ির পুলিশ । তদন্ত শুরু করেছে পুলিশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *