September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Operation : ৫ কেজি ৫০০ গ্রাম ওজনের সফল টিউমার অস্ত্রপচার

শিলিগুড়ি , ২১ মে : পাঁচ কেজি ৫০০ গ্রাম ওজনের সফল টিউমার অপারেশন।

দীর্ঘদিন ধরে ইউট্রাসে বিরাট আকারের টিউমার নিয়ে ভুগছিলেন শিলিগুড়ির মহাকাল পল্লীর বিদ্যাচক্র কলোনীর বাসিন্দা অসিত সাহার স্ত্রী বর্ণালী সাহা | বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য গিয়েও টিউমার অপারেশন করে উঠতে পারেননি রোগী বর্ণালী সাহার স্বামী অসিত সাহা । অবশেষে যোগাযোগ করেন চিকিত্সক এ.কে মাঝির সঙ্গে | রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করার পর তিনি এক চ্যালেঞ্জিং অপারেশনের সিদ্ধান্ত নেন পরিবারটির মতামত নিয়ে।

রবিবার ড: এ. কে. মাঝির নেতৃত্বে ৫ কেজি ৫০০ গ্রাম ওজনের সফল অস্ত্রপচার করে টিউমারটি ইউট্রাস থেকে আলাদা করে বের করেন। আগামী দিনে এই রোগী মা হতে পারবেন বলেও ডা: মাঝি জানান । এদিনের এই সফল অপারেশনের টিমে অন্যতম মুখ্য ভূমিকায় ছিলেন, ডঃ অরিত্র মাঝি, সঙ্গে সহযোগিতায় ছিলেন, ড: শ্রীময়ী কুন্ডু, ড: গৌতম দাশগুপ্ত সহ অন্যান্য টেকনিশিয়ানরা । এই সফল অপারেশনে রোগীর পরিবার খুশি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *