September 18, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Election : দার্জিলিংয়ে ৭০ টি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে

শিলিগুড়ি , ৮ জুন : অবশেষে পাহাড়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে । রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণার পর শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন দার্জিলিংয়ের জেলাশাসক পুনমবালাম এস।


২০০১ সালে পাহাড়ে শেষবার পঞ্চায়েত নির্বাচন হয়েছিল | তারপর থেকে আর পাহাড়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কোনো নির্বাচন হয়নি। পাহাড়ের রাজনৈতিক দলগুলির দাবি থাকলেও এতদিন নির্বাচন হয়নি। অবশেষে চলতি বছর রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি পাহাড়ে ও পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ।

শুক্রবার দুপুরে দার্জিলিংয়ে জেলাশাসক পুনমবালাম এস সাংবাদিক বৈঠকে বলেন , দার্জিলিংয়ে মোট ৭০ টি গ্রাম পঞ্চায়েতের ৫০১ টি আসন রয়েছে এবং ৫ টি পঞ্চায়েত সমিতির ১৫৬ টি আসন রয়েছে । দার্জিলিং জেলায় মোট ভোটারের সংখ্যা রয়েছে ৩ লক্ষ ৮৭ হাজার ৯৫২ জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *