Crime : বিরল প্রজাতির সাপ উদ্ধার , দাম রাখা হয়েছিল ১ কোটি !
শিলিগুড়ি , ২১ ফেব্রুয়ারী : গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি পুরনিগমের শাস্ত্রী নগর এলাকায় বনদপ্তরের অভিযানে উদ্ধার হল একটি বিরল প্রজাতির সাপ । সোমবার বনদপ্তরের বৈকন্ঠপুর ডিভিশনের MPP 1 রেঞ্জের কাছে খবর আসে ওই এলাকাতে একটি বাড়িতে বিহার থেকে একটি প্রায় বিলুপ্ত প্রজাতির সাপ নিয়ে আসা হয়েছে এবং সেখানে রাখা হয়েছে । সেই খবর পেয়ে […]
