শিলিগুড়ি , ৩ মার্চ : চান্দমনি উত্তরায়ণ ওয়েলফেয়ার সোসাইটি আবারও শিরোনামে । লক্ষ্মী টাউনশিপ লিমিটেড সোসাইটি ওয়েলফেয়ার সোসাইটির ১৯ সদস্যের বিরুদ্ধে নিরাপত্তারক্ষী ও তার পরিবারকে লাঞ্ছিতকরা , হুমকি দেওয়ার অভিযোগ এনেছে। লক্ষ্মী টাউনশিপের দায়ের করা এফআইআর-এ ৩০ মার্চের ঘটনা উল্লেখ করা হয়েছে। সংস্থাটি পুলিশ প্রশাসনকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবংতাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে । ঘটনার পর নিরাপত্তারক্ষী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ । এমন পরিস্থিতিতে আতঙ্কিত তাদের পরিবার। নিরাপত্তারক্ষীদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে । লক্ষ্মী টাউনশিপ লিমিটেড এমন একটি কোম্পানি যা মাটিগাড়ায় একটি স্যাটেলাইট টাউনশিপ তৈরি করেছে | এটি উত্তরায়ণ নামেও পরিচিত। কোম্পানিটি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে এই জমি লিজ নিয়েছে। 20 জুন 2017, লক্ষ্মী টাউনশিপ স্যাটেলাইট টাউনশিপের রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য চান্দমনি উত্তরায়ণ ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে একটি চুক্তিত হয় । এরপর চান্দমনি উত্তরায়ণ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা রক্ষণাবেক্ষণের কাজ শুরু করে । চুক্তি অনুযায়ী সমিতির সদস্যরা কোম্পানির মালিকানাধীন জমি ও অফিস সাময়িকভাবে ব্যবহার করে কোম্পানির কাছে হস্তান্তর করতে রাজি হন। পরে সোসাইটির সদস্যরা স্যাটেলাইট টাউনশিপের অফিস ইত্যাদি স্থায়ীভাবে দখল করে তা ছাড়তে অস্বীকার করে বলে অভিযোগ । বর্তমানে বিষয়টির তদন্ত করছে মাটিগাড়া থানা পুলিশ । যাদের নামে অভিযোগ দায়ের হয়েছে তারা শিলিগুড়ির প্রভাবশালী ব্যক্তি । শ্রাবণ কুমার চৌধুরী, ডাঃ রাজেশ কুমার, বিনোদ কুমার গুপ্ত, সুশীল কুমার আগরওয়াল, আর কে সিং, বিমল ডালমিয়া, কুলদীপ বানসাল, মনোজ রাজগড়িয়া, কে কে সিং, অভিজিৎ দত্ত প্রমুখের নামে অভিযোগ দায়ের হয়েছে ।
অপরাধ
ঘটনা
Police : চান্দমনি উত্তরায়ণ ওয়েলফেয়ার সোসাইটির ১৯ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের
- by Soumi Chakraborty
- April 3, 2023
- 0 Comments
- Less than a minute
- 546 Views
- 2 years ago