Police : বিশেষ অভিযানে মহিষ উদ্ধার
শিলিগুড়ি , ১১ এপ্রিল : ফাঁসিদেওয়া ব্লকের সদরগছ এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ । এরপর সেখানে একটি ১৪ চাকা ট্রাককে আটক করে পুলিশ । তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২১ টি মহিষ । এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতের নাম এমডি মুজামিল(২২)। সে বিহারের বাসিন্দা। বিধাননগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ট্রাক […]