May 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Kali Puja : ব্রিটিশ আমলের কাঞ্চাকালী বাড়ির বাৎসরিক পুজো অনুষ্ঠিত হল

শিলিগুড়ি , ১ জুলাই : ভারত বাংলাদেশ সীমান্তে ব্রিটিশ আমলের কাঞ্চাকালী বাড়ির বাৎসরিক পুজো অনুষ্ঠিত হল । আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে মধ্য দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী । এখানে একটি কাঁঠাল গাছ ও পাকুর গাছের একসাথে ব্রিটিশ আমলের স্মৃতি রয়েছে । স্থানীয়রা জানান প্রায় আড়াইশো বছরের পুরনো এই কালী মন্দির ।

ব্রিটিশ আমলে এখানে ব্রিটিশরা ফাঁসি দিতেন । তখন থেকেই ফাঁসিদেওয়ার নাম উঠে এসেছে । আগে দিনের মানুষরা ছোট করে পুজো করতেন এখানে । এখন ধুমধাম করে পুজো হয় । এই মন্দিরে গ্রামের দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসেন । এ বছর একটু আলাদা কারণ কাঁটাতারের ভিতর পড়ে গিয়েছে মন্দির ।

পাহারায় রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী । তাদের অনুমতি নিয়েই সেখানে প্রবেশ করে পুজো করছে । স্থানীয় বাসিন্দারা পুজো শুরু করেছে দুপুর থেকে সামলাচ্ছেন। পাশাপাশি খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে সন্ধ্যায় । এলাকার মহিলাদের মধ্যে এই পুজো ঘিরে উত্সাহ লক্ষ্য করা গেছে । মূলত এই এলাকায় সুপরিচিত কাঞ্চা কালীবাড়ি মন্দির আগামীতে আরো ভালো করে এই পুজো করতে চান উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status