September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Border Area : গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ২ জুলাই : শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার বিহীন এলাকা দিয়ে প্রতিনিয়ত রাতের অন্ধকারে গরু পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে । সীমান্ত পাহারায় রয়েছে বিএসএফ তবুও তাদের নজর এড়িয়ে চলছে পাচার ।

ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। গতকাল রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ । জানা যায় সে বিগত বহু বছর থেকে রাতের অন্ধকারে ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করে আসছিল । এর আগেও বহুবার গ্রেপ্তার হয়েছে গরু পাচার মামলায় । গত কাল রাতে গরু পাচার করার আগেই পুলিশের হাতেনাতে গ্রেপ্তার হয় ওই ব্যক্তি। ধৃতের নাম মহম্মদ জাহিদ(30)। ফাঁসিদেওয়া ব্লকের চটহাট অঞ্চলের বহিরগছ এলাকার বাসিন্দা । ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পাচার চক্রে ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *