October 10, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Marriage : বনবাসী কল্যাণ আশ্রমের উদ্যোগে গণবিবাহের আয়োজন

শিলিগুড়ি , ৫ মে : আগামী ৭ মে শিলিগুড়ির শালবাড়িতে গণবিবাহের আয়োজন করতে চলেছে বনবাসী কল্যাণ আশ্রম উত্তরবঙ্গ শাখা। শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানান সংগঠনের সদস্যরা । ১০৮ জোড়া ছেলে মেয়েকে এই গণবিবাহের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে ।

শালবাড়ির বিরসা শিশু শিক্ষা পরিসরে এই গণবিবাহের আয়োজন করা হবে । বনবাসী কল্যাণ আশ্রম বনবাসী তথা জনজাতি সমাজের সর্বাঙ্গীন বিকাশের জন্য কাজ করে থাকে । এর আগেও তারা এ ধরনের গণবিবাহের আয়োজন করেছিল । এ বছর ১৩ তম গণবিবাহ সংগঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ।


					

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *