November 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Bidhan Market : বিধান মার্কেটের রাস্তা দখল মুক্ত করতে অভিযান ব্যবসায়ী সমিতির

শিলিগুড়ি , ৪ জানুয়ারী : শিলিগুড়ি বিধান মার্কেটের রাস্তা দখল মুক্ত করতে অভিযানে নামল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি । বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মার্কেটের বিভিন্ন এলাকা ঘুরে ব্যবসায়ীদের রাস্তা ছেড়ে ব্যবসা করার অনুরোধ করা হয় । অনুরোধের পাশাপাশি তাদেরকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যাতে কোন ব্যবসায়ী রাস্তা দখল করে ব্যবসা না করে |

যদি আগামীতে তারা রাস্তা দখল করে ব্যবসা করে তাহলে ব্যবসায়ী সমিতিকে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে । এর আগেও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একইভাবে অভিযান চালানো হয়েছিল । উল্লেখ্য বহু ব্যবসায়ী রয়েছে বিধান মার্কেটে যারা তাদের নানা সামগ্রী রাস্তার উপর রেখে দোকানকে অনৈতিকভাবে সম্প্রসারণ করে ব্যবসা করছেন তাদের বিরুদ্ধেই এই অভিযান চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *