January 9, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : ব্রাউন সুগার সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ৮ জানুয়ারী : ব্রাউন সুগার সহ গ্রেপ্তার পাচারকারী । গোপন সূত্রে খবর পেয়ে , রায়গঞ্জ পানিশালা টোল প্লাজায় শিলিগুড়ি ফারাক্কাগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়িতে তল্লাশি চালায় রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ । উদ্ধার হয় নিষিদ্ধ ব্রাউন সুগার । এক ব্যক্তি ও এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ৭২০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় । পাচারকারীরা শিলিগুড়ির জংশন থেকে বাসে উঠেছিল এবং রায়গঞ্জে নামার কথা ছিল । পুলিশের অনুমান রায়গঞ্জেই এই উদ্ধার হওয়া ব্রাউন সুগার পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারীদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *