October 5, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Investigation : ফুলবাড়ির চুরির ঘটনায় গ্রেপ্তার এক

শিলিগুড়ি , ২৯ মে : ফুলবাড়ির চুরি , ডাকাতির কিনারা করল এনজেপি থানার পুলিশ । এনজেপি স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় চুরির ঘটনার মূল অভিযুক্ত মজিদুল রহমান ওরফে সেলিমকে ।

ফুলবাড়িতে একই রাতে ছয় ছ’টি বাড়িতে চুরি ও ডাকাতির মতো ঘটনা ঘটাল দুস্কৃতিরা। গভীর রাতে ফুলবাড়ীর রাজীব নগর এবং ফুলবাড়ী সুপারমার্কেট এলাকার বেশ কয়েকটি বাড়িতে তাণ্ডব চালায় দুষ্কৃতীর দল । এরমধ্যে রাজীব নগরের একটি বাড়িতে ধারালো অস্ত্র দেখিয়ে প্রানে মারার হুমকি দিয়ে লক্ষাধিক টাকা সহ বেশ কিছু সোনা ও রুপোর অলংকার নিয়ে গা ঢাকা দেয় দুষ্কৃতীর দল ।

ঘটনার পরপরই এনজেপি থানার পুলিশ তদন্ত শুরু করে । দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে দু’মাস পর একজনকে গ্রেপ্তার করতে সমর্থ হল এনজেপি থানার পুলিশ । ধৃতের কাছ থেকে ৯ গ্রাম সোনাও উদ্ধার করা সম্ভব হয়েছে । বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় | বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে এনজেপি থানার পুলিশ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *