December 4, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : তদন্তে নেমে চুরির কিনারা , গ্রেপ্তার

শিলিগুড়ি , ৫ ডিসেম্বর : বৈকন্ঠপল্লীর এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চুরির কিনারা করল পুলিশ | অভিযোগ বৈকন্ঠ পল্লীতে থাকা ট্রান্সপোর্ট এর মালপত্র রাখার গোডাউন থেকে পরশু রাতে কে বা কারা ইলেকট্রিক তার চুরি করে ।

ঘটনা তদন্তে নেমে ভক্তিনগর থানা একজন কে গ্রেপ্তার করে | তার হেফাজত থেকে চুরি যাওয়া তার উদ্ধার হয়। ধৃতের নাম হরেন দাস | বাড়ি বোতল কোম্পানি এলাকায় | জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে তাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *