September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৩ সেপ্টেম্বর : গোপন সূত্রে খবরের ভিত্তিতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি ও রিফিলিং করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ইনফোর্সমেন্ট দলের আধিধিকারিকরা ।

গতকাল শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর- মৈলানী জোত এলাকায় হানা দেয় ঘোষপুকুর রুরাল ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা ।সেখান থেকে মোট ২৬ টি সিলিন্ডার উদ্ধার করে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে সুরজ প্রসাদ শাহকে (৩৬) গ্রেপ্তার করা হয় । বৈধ কাগজ দেখাতে না পারায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ফাঁসিদেওয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । আদালতের কাছে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের পুলিশ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *