October 11, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ খেলা

Siliguri : আয়োজিত হতে চলেছে জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ

শিলিগুড়ি , ৩ ডিসেম্বর : শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ | আগামী ৭ এবং ৮ জানুয়ারী অষ্টম আইএসকেএফ ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩ আয়োজিত হতে চলেছে শিলিগুড়ি সুব্রত সংঘের ময়দানে ।

পশ্চিমবঙ্গের বাইরে থেকে ২৫০ জন ৭ টি রাজ্য অসম , মনিপুর , নাগাল্যান্ড , ত্রিপুরা , উড়িষ্যা , মহারাষ্ট্র , উত্তরপ্রদেশ অংশগ্রহণ করছে । পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ২৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে । পাশাপাশি এই খেলায় প্রধান অতিথি হিসেবে থাকছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ।

বিজয়ী দলদের জন্য থাকছে মেডেল ও সার্টিফিকেট । এদিন সংস্থার সদস্য পীযূষ কান্তি বর্মন বলেন , যারা বাইরে থেকে খেলায় অংশগ্রহণ করতে আসছে তাদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *