December 4, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

Respect : বিধায়ককে সম্মাননা প্রদান

শিলিগুড়ি , ১৯ জুন : আগামী জানুয়ারী মাসে আনুমানিক ৫ লক্ষ্য টাকা ব‍্যায়ে একটি শববাহি গাড়ি ইন্ডিয়ান রেড ক্রস শিলিগুড়ি শাখার হাতে তুলে দেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ । এই কারণে বিধায়ককে ধন্যবাদ জানাতে কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে শংকর ঘোষকে সন্মান প্রদান করা হয় ।

ইন্ডিয়ান রেড ক্রস এর শিলিগুড়ি শাখার একটি শববাহি গাড়ি না থাকায় অনেক অসুবিধা হচ্ছিল । শহরের বিধায়ক শংকর ঘোষের কাছে অবেদন করা হয়েছিল । সেই আবেদনের ভিত্তিতে আগামী ২৭ জানুয়ারী সংগঠনকে একটি শববাহি গাড়ি তুলে দেন শংকরবাবু ।

ইন্ডিয়ান রেড ক্রস শিলিগুড়ি শাখার সম্পাদক টুটুল নন্দী কথা প্রসঙ্গে জানান তাদের কাছে কোন গাড়ি ছিল না । এই শববাহি গাড়ির জন‍্য অনেক মানুষ সুবিধা পাবে । অন্যদিকে সম্মান পেয়ে অভিভূত বিধায়ক শংকরবাবু জানান , তার বিধায়ক উন্নয়ন তহবিলের প্রথম কাজ ইন্ডিয়ান রেড ক্রসের শিলিগুড়ি শাখাকে দিয়ে শুরু হল ।

এছাড়াও শিলিগুড়ি বিধানসভার ৩৩টি ওর্য়াডের অধিনে থাকা বাসিন্দাদের এই ধরনের যে কোন সাহায্য প্রয়োজন হলে তার কাছে নির্দ্বিধায় আবেদন করতে পারেন বলে জানান | তিনি এও জানান যথাসাধ্য চেষ্টা করবেন তা সম্পূর্ণ করার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *