December 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Missing : নিখোঁজ যুবতীকে ২৪ ঘন্টার মধ্যে খুঁজে দিল পুলিশ

শিলিগুড়ি , ৮ নভেম্বর : শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের গঙ্গারাম চা বাগান এলাকার আদিবাসী এক যুবতী নিখোঁজ এর ঘটনায় চাঞ্চল্য । যদিও ২৪ ঘন্টার মধ্যে ওই যুবতীকে উদ্ধার করল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ।

বুধবার সন্ধ্যা থেকে পরিবারের লোকজন সেই যুবতীকে খুঁজে পাচ্ছিলেন না । এর পরেই গতকাল সকালে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ জানান ঘোষপুকুর ফাঁড়িতে ।এরপর ফাঁড়ির ওসি চিরঞ্জিত ঘোষের নেতৃত্বে একটি টিম তৈরি হয় । সেই টিম গতকালই রওনা দিয়েছিল বিহারের উদ্দেশ্যে । অবশেষে মেলে সাফল্য ।

বিহার পুলিশের সহযোগিতায় দার্জিলিং জেলা পুলিশ সেই যুবতীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেন । অন্যদিকে পরিবারের তরফ থেকে জানানো হয় অনেক খোঁজাখুঁজি করে সেই যুবতীকে পাওয়া যাচ্ছিল না । এরপরেই ঘোষপুকুর ফাঁড়িতে অভিযোগ জানালে ফাঁড়ির ওসি চিরঞ্জিত ঘোষ তাদের মেয়েকে উদ্ধার করে নিয়ে এসেছে । তাই পুলিশ প্রশাসনকে কুর্নিশ জানিয়েছে ওই যুবতীর পরিবার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *