Khabar Samay Bangla Blog অপরাধ Police : কাজের প্রলোভন দেখিয়ে পতিতালয়ে বিক্রি
অপরাধ ঘটনা

Police : কাজের প্রলোভন দেখিয়ে পতিতালয়ে বিক্রি

শিলিগুড়ি , ৪ ফেব্রুয়ারী : কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে শিলিগুড়িতে এনে পতিতালয়ে বিক্রি । সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে এনজেপি স্টেশনে । সেখানে থাকা স্থানীয় তৃণমূল কর্মীদের নজরে আসে সেই মেয়েটি । তাকে দলীয় দপ্তরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতেই উন্মোচন হল সত্য ঘটনা ।

নাবালিকা জানিয়েছে , তার বাড়ি অরুণাচল প্রদেশের ফুলবাড়ীতে । সেখান থেকে তার এক পরিচিত তাকে শিলিগুড়ি নিয়ে আসে কাজের প্রলোভন দেখিয়ে । তবে শিলিগুড়িতে এনে তাকে পতিতালয়ে বিক্রি করে দেয় । বিষয়টি বুঝতে পেরে সেখান থেকে কোনক্রমে পালিয়ে এনজেপি স্টেশনে পৌঁছায় নাবালিকা বাড়ি ফেরার উদ্দেশ্যে ।

সেখানেই ঘোরাঘুরি করার সময় বিষয়টি নজরে আসে তৃণমূল কর্মীদের । তারাই তাকে উদ্ধার করে নিয়ে এসে পুলিশকে ফোন করে । এনজেপি থানার পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version