শিলিগুড়ি , ৪ ফেব্রুয়ারী : ভূমিপুত্র স্বীকৃতির দাবিতে ফের একবার সরব পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদ । মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে ভূমিপুত্রের স্বীকৃতির দাবি জানাল পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদ দার্জিলিং জেলা কমিটি ।
মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির মাল্লাগুড়িতে পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের দার্জিলিং জেলা কমিটির সদস্যরা জমায়েত হয়ে এক র্যালির মধ্য দিয়ে শিলিগুড়ি এসডিও অফিসে এসে পৌঁছায় তারা । সেখানে নস্যশেখ জনজাতিকে ভূমিপুত্র স্বীকৃতি সহ বেশ কিছু দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করা হয় শিলিগুড়ি মহকুমা শাসককে ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির সভাপতি বজলে রহমান সহ অন্যান্যরা । বজলে রহমান বলেন , তাদের অবিলম্বে ভুমিপুত্রের স্বীকৃতি দিতে হবে রাজ্য সরকারকে । এছাড়াও বাকি দাবিদাওয়াও দ্রুত মেনে নিতে হবে । তা না হলে আগামী দিনে আন্দোলন আরো বৃহত্তর আকার ধারণ করবে।