October 5, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Siliguri : সর্বশিক্ষা মিশনের উন্নয়নের কাজে নিয়ে আলোচনা

শিলিগুড়ি , ১০ এপ্রিল : ১৪ জন সদস‍্যকে নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সর্বশিক্ষা মিশনের উন্নয়নের কাজে নিয়ে নতুন কমিটিকে নিয়ে আলোচনায় যুক্ত হন | কমিটিতে চেয়ারম্যান অরুণ ঘোষ , ভাইস চেয়ারম্যান দিলীপ রায় , ডঃ সুপ্রকাশ রায় , প্রেম কুমার বরদেওয়া সহ অন্যরা দীর্ঘক্ষণ সর্বশিক্ষার নানান অসম্পূর্ণ কাজ নিয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা পরিষদের সভাপতি তথা এই কমিটির চেয়ারম্যান অরুণ ঘোষ জানান , নুতন বোর্ড গঠিত হবার পর নুতন ভাবে কাজ করা হবে ।সর্বশিক্ষার অসম্পূর্ণ কাজের লিষ্ট পাঠিয়ে দেওয়া হয়েছে । যেমন যেমন অর্থ আসবে তেমন তেমন কাজ করা হবে । পুরোনো বোর্ডের কথা ভুলে একেবারে নুতন ভাবে ধাপে ধাপে কাজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *