শিলিগুড়ি , ২১ জুলাই : শিলিগুড়ি শহরে বেশ কিছু দিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন শহরবাসী । এই সমস্যা সমাধানের জন্য দার্জিলিং জেলা সিপিআইএমের ডাকে গণ ডেপুটেশনে সামিল হন কর্মী সর্মথকরা । এই কর্মসূচিতে হিলকার্ট রোডের অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে এক মিছিল করে পুরনিগম অভিযান করে ।সিপিআইএম এর এই কর্মসূচিকে কেন্দ্র করে সম্পূর্ণ পুরনিগম নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।
আন্দোলনকারীরা পুলিশের বাধা পেয়ে উত্তেজিত হয়ে যান । উত্তেজিত সিপিআইএম এর কর্মীরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে । স্বারকলিপি দিতে এসে পুলিশের বাধা পেয়ে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য্য রাস্তায় বসে পড়েন । এক প্রশ্নের উত্তরে অশোকবাবু জানান শহরের মানুষ জল কষ্টে ভুগছেন | সেই দিকে কোন নজর না দিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পুরনিগমের সকল কাউন্সিল সহ মেয়র পারিষদ ও মেয়র ডেপুটি মেয়র কেউ নেই অফিসে । অশোকবাবু জানান তিনি মেয়র থাকাকালীন এক দিন জল পরিসেবা ব্যহত হয়ছিল দেখে তাদের কি হেনস্থার সন্মুখীন হত হয়েছিল ।
উত্তরবঙ্গ
রাজনীতি
Water : অফিসে নেই মেয়র , জলের সমস্যায় শহরবাসী : সিপিআইএম
- by Soumi Chakraborty
- July 21, 2023
- 0 Comments
- Less than a minute
- 794 Views
- 2 years ago

Share This Post:
Related Post
উত্তরবঙ্গ, রাজনীতি
Allegation : পুরনিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনের ডাক
September 3, 2025