October 10, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ খেলা

Game : বাঘাযতীন এ্যাথলেটিক ক্লাবের ৪০ তম ম‍্যারাথনের জার্সির উন্মোচন

শিলিগুড়ি , ৩ অগাস্ট : বাঘাযতীন এ্যাথলেটিক ক্লাবের ৪০ তম ম‍্যারাথনের জার্সি , মেডেল ও ওয়েবসাইটের আনুষ্ঠানিক উন্মোচন করা হল ক্লাব ঘরে । কলকাতা ম‍্যারাথনের মুখ‍্য উপদেষ্টা প্রশান্ত সাহার উপস্থিতিতে ক্লাব ঘরে এক সাংবাদিক বৈঠক করে বাঘাযতীন ক্লাবের সভাপতি উৎপল ব‍্যানার্জি , সম্পাদক প্রসূন দাসগুপ্ত সহ ক্লাবের অন‍্যান‍্য সদস‍্যরা মিলিত হয়ে বাঘাযতীন ক্লাবে রোড রেস সম্পর্কে বিস্তারিত জানান ।

তারা জানান , অনলাইনের মধ্য দিয়ে খেলোয়াড়রা অংশ গ্রহণ করার কাজ শুরু হয়েছে । আগামী মহালয়ার দিনে এই রোড রেস শুরু হবে । ক্লাব সভাপতি উৎপল ব‍্যানার্জি জানান , তাদের এই প্রচেষ্টা আগামীতে আরও বড়মাপের করার উচ্ছা রয়েছে । শনিবার আনুষ্ঠানিকভাবে ৪০ তম ম‍্যারাথনের সূচনা হল । এরপর ধাপে ধাপে সব জানিয়ে দেওয়া হবে প্রধান অতিথি কারা কারা আসবেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *