October 10, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

DA Issue : মহার্ঘ্য ভাতা নিতে অস্বীকার করে চিঠি দিলেন শিক্ষক প্রবীর বর্মণ

শিলিগুড়ি , ১ মার্চ : মহার্ঘ্য ভাতা নিতে অস্বীকার করে চিঠি দিলেন শিক্ষক প্রবীর বর্মণ ।
শিলিগুড়ি উচ্চতর বালক বিদ‍্যালয়ের শিক্ষক প্রবীর বর্মণ রাজ‍্য সরকারের ঘোষণা করা ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা নিতে অস্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত কে চিঠি দিলেন । যখন রাজ্যে বকেয়া ভাতার দাবিতে রাজ‍্য সরকারি কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে , সেই সময় শিলিগুড়ি উচ্চতর বালক বিদ‍্যালয়ের শিক্ষক প্রবীর বর্মণ ৩% ভাতা নিতে হবে অস্বীকার করে চিঠি দেওয়ায় প্রধান শিক্ষক উৎপল বাবু ও একটু হতবাক হয়ে যান | তিনি জানান তিনি মহার্ঘ্য ভাতা নেবেন না এ নিয়ে একটি চিঠি দিয়েছেন । সেটি গ্রহণ করে DI অফিসে সময় মত পাঠিয়ে দেওয়া হয়েছে |


মহার্ঘ্য ভাতা অস্বীকার প্রসঙ্গে প্রবীর বাবু জানান ডি এ নিয়ে ২০১৬ সাল থেকে আন্দোলন করে আসছেন | ডি এ তাদের নৈতিক অধিকার । এই ডি এ নিয়ে সরকার পক্ষ যে বিবৃতি দিচ্ছেন এই দাবি তাদের নৈতিক অধিকার নয় । এছাড়া ৩৯% বাকি মহার্ঘ্য ভাতার মধ্যে মাত্র ৩% দিচ্ছে । এই বাড়তি ভাতা দেবার পর ফিরাদ হাকিমের কথা মনে করিয়ে বলেন যে মন্ত্রী সেবা করার মানসিকতা নিয়ে কাজ করতে বলেছেন | তাই সেবাই করলাম | এই ৩ শতাংশ ভাতা না নিয়ে সরকার পক্ষের কোন কাজে ব্যবহার হক |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *