September 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Crime : বন্ধুত্বের আড়ালে অপহরণের ঘটনায় গ্ৰেফতার আরও এক

শিলিগুড়ি , ৯ জুন : বন্ধুত্বের আড়ালে অপহরণের ঘটনায় গ্ৰেফতার আরও এক যুবক । ধৃতের নাম মানিক বর্মন। খড়িবাড়ির ওয়ারিশ জোতের বাসিন্দা।

গত ৩রা জুন অপহরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মনি বর্মনকে । ধৃতকে রিমান্ডে নিয়ে তদন্ত শুরু করে খড়িবাড়ি থানার পুলিশ । তদন্তে উঠে আসে আরও এক যুবকের নাম । এরপর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মানিক বর্মনকে। এই ঘটনায় ধৃত দু’জনকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে । এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করছে পুলিশ।

উল্লেখ্য , গত ১ জুন কোচবিহার থেকে মৃত্যুঞ্জয় অধিকারীকে ফোন করে ডেকে আনে বন্ধু মনি বর্মন। এরপর মৃত্যুঞ্জয়কে নিয়ে উধাও হয়ে যায় মনি । পরে মৃত্যুঞ্জয়ের পরিবারকে ফোন করে মুক্তিপন দাবি করে মনি । এরপরই পুলিশে অভিযোগ দায়ের করে মৃত্যুঞ্জয়ের পরিবার । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মনিকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই মানিককে গ্রেফতার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *