শিলিগুড়ি , ২৫ মে : ১১ মাইলে NH ১০ এ একটি পর্যটকের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে | এই দুর্ঘটনায় চারজন পর্যটক আহত হয়েছেন ৷ দুর্ঘটনার খবর জানতেই , তিস্তা রঙ্গিতে উদ্ধারকারী দল রাতেই ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হয় | আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় তারা | তিস্তা রঙ্গিত উদ্ধারকারী দলের প্রধান শান্তি রাই নিজেই সংস্থার অ্যাম্বুলেন্স নিয়ে আহতদের চিকিৎসার জন্য নিয়ে যায় । আহত পর্যটকরা অসম থেকে সিকিম নাথুলা হয়ে দার্জিলিং এ যাচ্ছিলেন । আহত পর্যটকরা হলেন অসমের বাসিন্দা কৃষ্ণ কান্ত দাস, টুটিমনি মহন্ত, তিলক দাস এবং করবি দাস |
উত্তরবঙ্গ
ঘটনা
Accident : পর্যটকের গাড়ি দুর্ঘটনার কবলে , আহত ৪
- by Soumi Chakraborty
- May 25, 2023
- 0 Comments
- Less than a minute
- 563 Views
- 2 years ago