শিলিগুড়ি , ১৭ ফেব্রুয়ারী : পথ দূর্ঘটনা শিলিগুড়ির কাওয়াখালি এলাকায় । আহত চালককে , গ্যাস কাটার দিয়ে গাড়ির বডি কেটে বের করল দমকল বাহিনীর কর্মিরা। শিলিগুড়ির দূর্ঘটনায় রাশ টানতে মেডিকেলের ‘কাওয়াখালি ট্রাফিক আউটপোস্ট ‘ করা হয় । এরপর থেকে কিছুটা স্বস্তি মিললেও ফের দূর্ঘটনার কবলে ট্রেলর এবং কন্টেনারের সংঘর্ষ ।
শনিবার ভোর চারটে নাগাদ কাওয়াখালির শিল্পীহাট সংলগ্ন এলাকায় একটি পন্যবাহী গাড়ি ও একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায়, পন্যবাহী গাড়ির চালক গাড়িতেই আটকে থাকে। এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মেডিকেল ফাঁড়ির পুলিশ সহ ট্রাফিক পুলিশ কর্মিরা।
দীর্ঘক্ষণের প্রচেস্টায় দুটি ক্রেনের সহায়তায় গাড়ি দুটিকে আলাদা করা সম্ভব হয় । গ্যাস কাটার দিয়ে গাড়ির বডি কেটে চালককে উদ্ধার করে দমকলের কর্মিরা। তাকে গুরুতর আহত অবস্থায় মেডিকেলে ভর্তি করা হয়েছে । পুলিশি তৎপরতায় যানজট কিছুটা স্বাভাবিক ছন্দে ফেরে ।