October 10, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

River : ফুলেশ্বরী ও জোড়াপানি নিয়ে ভাবনা পুরনিগমের

শিলিগুড়ি , ২ জুন : ফুলেশ্বরী ও জোড়াপানি নদী সংস্কারে উদ্যোগী শিলিগুড়ি পুরনিগম | ফের পরিদর্শনে মেয়র গৌতম দেবের |

ফুলেশ্বরী এবং জোড়াপানি নদী সংস্কারে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পুরনিগম । সেই লক্ষ্যেই নদী পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব ।

শুক্রবার সকালে , সেচ ও জলপথ দপ্তরের বাস্তুকার ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে পুরনিগমের ২২ , ২৩ , ২৪ ও ৩৬ নং ওয়ার্ডের নদীগুলি পরিদর্শন করেন মেয়র । একইসঙ্গে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *