September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Inauguration : পুরসভার নতুন ভবনের উদ্ভোধন

শিলিগুড়ি , ১৪ অক্টোবর : শিলিগুড়ি পুরসভার নতুন ভবনের উদ্ভোধন করলেন গৌতম দেব ।

সময়ের সঙ্গে পুরনিগমে বেড়েছে কর্মীর সংখ্যা । উন্নত মানের প্রযুক্তির ফলে পুরভবনে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছিল আধিকারিক বা কর্মীদের । সমস্যা তৈরী হয়েছিল জন প্রতিনিধিদের । অন্যদিকে বিগত পুর বোর্ড এই অসুবিধের কথা চিন্তা করে নতুন ভবনের তৈরির ভাবনা নেয় ।

জি +১ ভবনের কাজও শুরু হয় । পরবর্তীতে ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে তৃনমূল একক ভাবে বোর্ড দখল করে । মেয়র হন গৌতম দেব। তার পরেই তিনি ভাবনা নেন যে ভবনটিকে জি+৪ এর। রাজ্যে সরকারের অনুমোদন নিয়েই শুরু হয় কাজ ।
শনিবার সেই ভবনের উদ্ভোধন করেন মেয়র গৌতম দেব । উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার , পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ অন্যান্য মেয়র পারিষদ ও কাউন্সিলররা । পুজো আর্চনা করেই নতুন ভবনে প্রবেশ করেন মেয়র ।


দুর্গা পুজোর পর থেকে কিছু কাজ ওই নতুন ভবনে আপাতত চালু করবে পুরসভা । পরবর্তীতে সম্পূর্ণ ভাবে ভবনের কাজ শেষ হলে সমস্ত কাজই নতুন ভবন থেকে হবে বলে জানান মেয়র গৌতম দেব । এদিন উদ্ভোধনের পর বেশ কিছুটা সময় নিজের নতুন কক্ষে সময় কাটান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *