December 13, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

SMC : অবৈধ নির্মানের বিরুদ্ধে পুরনিগমের অভিযান

শিলিগুড়ি , ১৯ নভেম্বর : পুজোর মরশুম শেষ হতেই ফের পুরনো ভঙ্গিতে শিলিগুড়ি পুরনিগম | আজ শিলিগুড়ি থানার সামনে থাকা কলাহাটি বাজারে অভিযান চালালো পুরনিগম | রাস্তা দখল করে গড়ে ওঠা একটি দোকান পুরো গুঁড়িয়ে দেয় পুরনিগম | আরও দুটি দোকানের কিছুটা অংশ ভেঙে দেয় পুরনিগম | কারণ অতিরিক্ত জায়গা নিয়ে অবৈধ ভাবে রাস্তা দখল করে রেখেছিল তারা |

ব্যবসায়ীদের অভিযোগ তাদের আগে থেকে কিছু জানান হয়নি | এনিয়ে তারা ক্ষুব্ধ | যদিও পুরনিগমের তরফে এ ব্যাপারে কিছু জানানো না হলেও তাদের বক্তব্য এমন অভিযান চলবে অবৈধ দখলদারির বিরুদ্ধে |

অভিযোগ , দোকানের সামনে অবৈধভাবে ঢালাই করে এবং দোকানের সামনে পাস্টিক লাগিয়ে ব্যবসা করছিল ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে |

যার জন্য তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল দীর্ঘদিন থেকে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *