December 13, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Construction : বিপজ্জনক অবস্থায় থাকা বাড়ি ভাঙলো পুরনিগম



শিলিগুড়ি , ৫ সেপ্টেম্বর : শিলিগুড়ির ৮ নম্বর ওয়ার্ডের শিবাজি রোডে বিপজ্জনক অবস্থায় থাকা বাড়ি ভাঙলো পুরনিগম বৃহস্পতিবার ।

প্রায় ৮০ বছরের পুরোনো বাড়িটিতে বেশকিছু দোকান ও লোকজন ভাড়া থাকতেন । এর আগেও পুরনিগমের তরফে বাড়ির মালিককে নোটিশ দেওয়া হয় । এরপরও বিপজ্জনক বাড়িটি না ভাঙায় এদিন পুরনিগমের তরফে বাড়িটি ভেঙে দেওয়া হয়।

সকাল থেকেই পুলিশের উপস্থিতিতে বাড়ি ভাঙার কাজ শুরু করে পুরনিগমের কর্মীরা । ডিসেম্বর মাসে বাড়ির মালিক রমেশ আগরওয়ালকে প্রথম নোটিশ দেওয়া হয়েছিল । পরবর্তীতে ফের নোটিশ দেওয়া হয়। কিছুদিন আগে পুরনিগমের তরফে ফাইনাল নোটিশ দেওয়া হয় বাড়ি ভাঙার ব্যাপারে। এরপরই বৃহস্পতিবার সকাল থেকে বাড়িটি ভাঙার কাজ শুরু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *