September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Illegal : বেছে বেছে অবৈধ নির্মাণ ভাঙ্গার অভিযোগ আনলেন বিরোধী দলনেতা

শিলিগুড়ি , ২৩ জুন : শিলিগুড়ি শহরের বুকে গজিয়ে ওঠা রাস্তার ধারে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযানে নামে শিলিগুড়ি পুরনিগম । এ ব্যাপারে একাধিকবার ব্যবসায়ীদের সতর্কীকরণও করা হয়েছে । এরপরেই বৃহস্পতিবার শিলিগুড়ির এসএফরোডে অবৈধ দখলকারীদের উচ্ছেদ করতে গিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়েন শিলিগুড়ি পুরনিগমের ইঞ্জিনিয়াররা । এ বিষয়ে ব্যবসায়ীদের অভিযোগ , তাদের বিনা নোটিশেই এভাবে দোকানপাট ভেঙ্গে দেওয়া হচ্ছে | আগে থেকে জানা থাকলে তারা নিজে থেকেই এ সমস্যার সমাধান করত।

এই ঘটনার পরেই শুক্রবার পুরনিগমের বিরোধী দলের নেতা অমিত জৈন বলেন , তিনি অবৈধ নির্মাণের স্বপক্ষে না হলেও তার ব্যক্তিগতভাবে এসএফ রোডের কোন যাতায়াতের সমস্যা নজরে আসেনি | তাই এই ঘটনা সম্পূর্ণ তাৎপর্যহীন | পাশাপাশি তিনি এও বলেন , অবৈধ নির্মাণ উচ্ছেদ করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে বেছে বেছে নির্মাণ ভাঙ্গার মতো অভিযোগ রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

এছাড়াও এসএফরোড এর তুলনায় হাকিমপাড়ার একাংশে অবৈধ দখলকারীদের উচ্ছেদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন এসএফ রোডে তুলনায় যথেষ্ট বেশি অসুবিধার সম্মুখীন হতে হয় হাকিমপাড়ায় যাতায়াতের ক্ষেত্রে | তাই এসএফ রোডে অবৈধ নির্মাণ ভাঙ্গা হলে হাকিমপাড়ার বিষয়টিতেও নজর দেওয়া উচিত পুর নিগমের। সেক্ষেত্রে বৈষম্যতা থাকলে তা একেবারেই যুক্তি সঙ্গত নয় বলে তিনি দাবি করেন এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *