শিলিগুড়ি , ১ মার্চ : রাজ্যে ভাইরাসের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ । বুধবার শংকর ঘোষ শিলিগুড়ি জেলা হাসপাতালে গিয়ে দেখা করেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ।
বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে কি পরিস্থিতি রয়েছে এডিনো ভাইরাসের চিকিৎসা ব্যবস্থার তা জানতে বুধবার শিলিগুড়ি জেলা হাসপাতালে পৌঁছান শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর শংকর ঘোষ জানান , স্বাস্থ্য দপ্তরের উদাসীনতার ফলে যে কোনো সময় বড় ধরনের সংক্রমণ ছড়াতে পারে শহর জুড়ে। পাশাপাশি তিনি আরও জানান , ইতিমধ্যে কলকাতায় সংক্রমণের হার হু হু করে বাড়ছে, তবে স্বাস্থ্য আধিকারিকদের কথায় শিলিগুড়িতে নিয়ন্ত্রণে রয়েছে এই ভাইরাস সংক্রমণের সংখ্যা। একাধিক ব্যবস্থা চালু করার দাবি ও জানান তিনি ।
অপরদিকে শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ জানান , এখনও পর্যন্ত কোন নির্দেশিকা তাদের কাছে এসে পৌঁছায়নি তবে হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক রয়েছে । তবে হাসপাতালের পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন বিধায়ক শংকর ঘোষ ।