September 16, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Tista River : তিস্তা নদীতে ঝাঁপ ! যুবকের অস্বাভাবিক মৃত্যু

শিলিগুড়ি , ২৮ ফেব্রুয়ারী : যুবকের অস্বাভাবিক মৃত্যু | আজ সকালে শিলিগুড়ির বাঘপুল এগিয়ে আচমকাই তিস্তা নদীতে ঝাঁপ দেয় বছর চৌত্রিশের এক যুবক বলে স্থানীয় সূত্রে জানা গেছে । বাঘপুলের মুখে থাকা পুলিশকর্মীরা ও বাঘপুলের রক্ষনাবেক্ষনে কর্মরত নির্মান শ্রমিকরা তৎক্ষণাৎ নদীতে নেমে যুবকটির খোঁজ শুরু করে । কিছুক্ষণের মধ্যেই যুবকের মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ সেবক ফাঁড়িতে পাঠিয়ে দেওয়া হয় ।

যুবকটির নাম অভয় কুমার আগারওয়াল এবং বাড়ি শিলিগুড়ি জ্যোতি নগর কলোনীতে । যুবকটি সামান্য মানসিক ভারসাম্যহীন ছিল। যুবকটি আজ সকালে তার মা ও বাবাকে জানায় সে আত্মহত্যা করবে তারপরেই তার মা ও বাবা তাকে বুঝিয়ে আশ্বস্তও করে । তবু শেষ রক্ষা হয়নি | সেবকের বাঘপুল থেকে ঝাঁপ দেওয়ার আগের মুহূর্তে সে তার বাবাকে ফোন করে । তারপরেই সে বাঘপুল থেকে ঝাঁপ দেয় ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সে ঝাঁপ দেওয়ার আগে পুলের এ প্রান্ত থেকে ও প্রান্ত বার দুয়েক হেঁটে বেরিয়েছে। তারপরই আচমকা ঝাঁপ দেয় সে । তৎক্ষণাৎ বাঘপুলের নিচে কর্তব্যরত নির্মাণ কর্মীরা উদ্ধার কাজ শুরু করে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *