December 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Bande Bharat : বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় জড়িতদের খোঁজ চলছে

শিলিগুড়ি , ৪ জানুয়ারী : পরপর দু’বার ঢিল ছোঁড়া হয় বন্দে ভারত এক্সপ্রেসে । মালদার পর ফের এনজেপির কাছে মঙ্গলবার আক্রান্ত হয় বন্দে ভারত এক্সপ্রেস । এই নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করল আরপিএফ । বুধবার এই বিষয় নিয়ে আরপিএফ এবং জিআরপিএফ কর্তাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় SRP অফিসে ।

বৈঠক শেষে GRP এর SP এস সেলভামুরুগান বলেন এই বিষয় নিয়ে তদন্তের স্বার্থে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে । জিআরপি বিষয়টি তদন্ত করতে চাইছে । পরপর দু’বার ঢিল ছোঁড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রেল অধিকর্তারা | কারা এই ঘটনায় জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে রেল পুলিশ বলে ও তিনি জানান ।

তিনি বলেন , ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে । একটি whatsapp গ্রুপ তৈরি করা হয়েছে | যার মাধ্যমে ট্রেনটি কোন স্টেশনে ক’টার সময় পৌঁছাচ্ছে সেখানে কোন অপ্রীতিকর ঘটনা হচ্ছে কিনা সবটাই নজর রাখা হবে । দ্রুত দুষ্কৃতীদের ধরা হবে বলে তিনি জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *