December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Fraud Case : কল সেন্টারের আড়ালে আন্তর্জাতিক প্রতারণা চক্র !

শিলিগুড়ি , ৬ নভেম্বর : মাটিগাড়ায় পরিবহণ নগরে আইটি পার্কে কল সেন্টারের আড়ালে চলছিল আন্তর্জাতিক প্রতারণা চক্র । মাটিগাড়া থানার পুলিশ ও এসওজির যৌথ অভিযানে গ্রেপ্তার কল সেন্টারের ম্যানেজার আনসার আলি সহ আরও এক ।

পুলিশ সূত্রে খবর , ওই কল সেন্টারের আড়ালে বিদেশে ও দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে ফোন করে প্রতারণার ফাঁদ পেতে থাকেন তারা । কাউকে লোন পাইয়ে দেওয়ার নাম করে , আবার কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা চক্র চলত ওই অবৈধ কল সেন্টারে । ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ ।

ঘটনা প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর জানান , গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চলে । ভুয়ো কল সেন্টার থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয় । মূলত প্রতারণা চক্র হিসেবে কাজ করছিল ওই কল সেন্টারটি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *