October 10, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : গবাদি পশুকে বাঁচাতে গিয়ে একই পরিবারের চার জনের মৃত্যু

শিলিগুড়ি , ২৮ সেপ্টেম্বর : নিজের বাড়িতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় একই পরিবারের চার জনের । শুক্রবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের গজলডোবা সংলগ্ন টাকিমারি এলাকায় । মৃতদের মধ্যে রয়েছে স্বামী স্ত্রী , তার ছেলে সহ তার নাতি ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা নাগাদ বাড়ির কর্তা মাঠ থেকে গৃহপালিত গরুগুলিকে ঘরে নিয়ে আসেন | সেই সময় একটি গরু ছটফট করতে থাকে । তা দেখেই গরুর কাছে ছুটে যান বাড়ির কর্তা | এরপর একে একে বাড়ির অন্যান্য সদস্যরাও তার কাছে এগিয়ে গেলে সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হন ।
ভোরের আলো থানার পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি তাদের সকলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকলকেই মৃত বলে ঘোষণা করে ।
মর্মান্তিক এই ঘটনায় শুধু পরিবার নয় বরং গোটা এলাকা শোকস্তব্ধ । এই মুহূর্তে তাদের বাড়িতে সমবেদনা জানাতে উপস্থিত রয়েছেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ।
মতৃদের নাম পরেশ দাস , দীপালী দাস , মিঠুন দাস এবং আড়াই বছরের সুমন দাস ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *