Khabar Samay Bangla Blog অপরাধ Crime : সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও চার
অপরাধ

Crime : সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও চার

শিলিগুড়ি , ১২ সেপ্টেম্বর : হিলকার্ট রোডের সোনার দোকানে ডাকাতির ঘটনায় আরও চার অভিযুক্ত কে গ্রেপ্তার করল শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ।
ধৃতদের নাম রোহিত কুমার সিং , শুভম কুমার , অলক কুমার , রাজনিশ কুমার । শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা প্রত্যেকে বিহারের বাসিন্দা ।


বিহারের বৈশালী জেলার বিদুপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এদের ।
সোনার দোকানে ডাকাতির ঘটনার পর ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার হয়েছিল ২ দুষ্কৃতী । এরপর শিলিগুড়ি পুলিশ গ্রেপ্তার করেছিল আরও ৬ দুষ্কৃতীকে ।
এবার আবার পুলিশের জালে চার দুষ্কৃতী | উদ্ধার হয়েছে ৫৫ গ্রাম সোনা ।

সূত্রের খবর সোনার দোকান থেকে প্রায় দশ কোটি টাকারও বেশি সোনা এবং হীরে ও platinum এর গহনা লুট হয়েছিল ।

ওই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট গ্রেপ্তারের সংখ্যা ১২ । ডাকাতি হওয়া সোনার অলংকার যারা কিনেছিল তাদের খোঁজে চলছে তল্লাশি ।

জানা গিয়েছে আজ গ্রেপ্তার হওয়া চার জনের মধ্যে দু’জন ডাকাতি হওয়া সোনার গহনা কিনেছিল | সেই কারণে তাদের গ্রেপ্তার করা হয় । আজ ধৃত চার জনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version