October 11, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Examination : পরীক্ষা কেন্দ্র গুলিতে ইনভিজিলেটরের পাশাপাশি থাকছে ফ্লাইং গার্ড

শিলিগুড়ি , ২০ ফেব্রুয়ারী : আগামী ২৩ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা । তার প্রস্তুতি একপ্রকার সম্পন্ন । তবে প্রশ্নপত্র ফাঁস সহ টুকলি রুখতে এ বছর বাড়তি পদক্ষেপ নিয়েছে মাধ্যমিক পর্ষদ কর্তৃপক্ষ । পর্ষদ সূত্রে জানা গেছে পরীক্ষা কেন্দ্র গুলিতে ইনভিজিলেটরের পাশাপাশি থাকবে ফ্লাইং গার্ড । যারা মূলত সন্দেহজনক পরীক্ষার্থীদের ওপর নজরদারি চালাবে ।

এ বছর শিলিগুড়ি শিক্ষা জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ২৩৪ জন । গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার ২৩৯ জন । পরিসংখ্যান বলছে , গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কম । সূত্রের খবর , কোভিড অতিমারির আবহে বহু পড়ুয়া পড়াশোনা ছেড়ে দিয়েছে । তার জেরেই কমেছে সংখ্যা ।


ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন , নর্থ বেঙ্গল রিজিওনের রিজিওনাল অফিসার সুপ্রিয় সেন বলেন , ‘প্রস্তুতি প্রায় শেষ । পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নজরদারি থাকবে । শিলিগুড়িতে মোট ৫০টি কেন্দ্র রয়েছে । তারমধ্য ১০টি সেন্টার রয়েছে । সব-কটি কেন্দ্রই সিসি ক্যামেরার নজরদারিতে থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *