December 23, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : চুরির সংখ্যা বাড়ছে শহর জুড়ে , এবার চাঁদমুনি ভাটালেন

শিলিগুড়ি , ২২ নভেম্বর : মাটিগাড়া ব্লকের চাঁদমুনি ভাটালেনে দিন দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য । বাবলি দেবনাথ নামে এক মহিলার বাড়িতে চুরির ঘটনাটি ঘটে । তিনি জানান , সকাল ১১ টা নাগাদ তিনি কাজে বেরিয়ে যান ও তার দুই মেয়ে স্কুলে যায়। এরপরেই তার কাছে ফোন আসে তার ঘরের জানালা ভাঙা ও ঘরের ভেতরে সমস্ত কিছু ওলট পালট ভাবে পড়ে রয়েছে ।

খবর পাওয়া মাত্রই বাড়ি ফিরে এসে তিনি দেখেন , ঘরের জানলা ভাঙা এবং ঘরের সমস্ত কিছুই ওলটপালট | চুরি গিয়েছে সোনার অলংকার সঙ্গে নগদ অর্থ । অপরদিকে এলাকাবাসীরা জানান , যেভাবে এই এলাকায় দিন দুপুরে নেশার উপদ্রপ বাড়ছে সেই কারণেই এই এলাকায় বারবার চুরির ঘটনা ঘটছে । ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *