December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Snatching : বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতাই , হতবাক এলাকাবাসী



শিলিগুড়ি , ২২ নভেম্বর : সাত সকালে বাড়িতে ঢুকে মহিলার গলার হার ছিনতাই এর ঘটনায় স্তম্ভিত শহরবাসী । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ড মহিলা কলেজ সংলগ্ন এলাকার একটি বাড়িতে ।

ওই বাড়িতেই একটি মুদির দোকানে একাধিকবার জিনিস নেওয়ার নাম করে দুই যুবক সকাল থেকেই অতিষ্ঠ করে তোলে ওই দোকানের মহিলাকে । অভিযোগ দেশলাই , ক্রিম বিস্কুট এবং কখনো তামাক জাতীয় দ্রব্য চেয়ে বিরক্ত করেন সুজাতা সাহাকে । এরপর এক প্রকার বিরক্ত হয়ে দেশলাই দিয়ে বাড়ির ভেতরে চলে যান সুজাতা দেবী | এরপর বাড়ির ভেতরে প্রবেশ করে ওই দুই যুবক নানান কথার ছলে গলার থেকে সোনার চেন নিয়ে চম্পট দেয়।

দুই যুবকের পেছনে ধাওয়া করেন এলাকায় প্রাত: ভ্রমনে বেরিয়ে আসা এক ব্যক্তি | ধরেও ফেলেন তাকে , কিন্তু সজোরে ধাক্কা দিয়ে ওই ব্যক্তিকে সরিয়ে সেই জায়গা থেকে স্কুটি নিয়ে চম্পট দেয় দুই অভিযুক্ত যুবক । ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

সকাল ৭ টা বেজে ৩৮ মিনিটের এমন ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী | এ নিয়ে শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডে পরপর বেশ কয়েকটি ঘটনায় স্তম্ভিত ওয়ার্ডবাসীরা । ঘটনার পর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায় | এরপর শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে | ইতিমধ্যে এলাকার বেশ কিছু বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই যুবকের ছবি ও উদ্ধার করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *